সানাউল্লাহ, দোহা(কাতার)প্রতিনিধি।

২০২২ সালে কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবল উপলক্ষে নির্মিত তৃতীয় স্টেডিয়ামের উদ্বোধন হচ্ছে আগামীকাল সোমবার ১৫ জুন। ৪০ হাজার দর্শকের ধারণক্ষমতা সম্পন্ন দৃষ্টিনন্দন এই স্টেডিয়াম এখন পুরোপুরি প্রস্তুত।

কাতারের স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় ভার্চুয়ালভাবে এটির উদ্বোধনী অনুষ্ঠান প্রচারিত হবে। একইসঙ্গে এই স্টেডিয়ামের নাম প্রকাশ করা হবে।

আলরাইয়ান এলাকায় শিক্ষানগরী কাতার ফাউন্ডেশনে অবস্থিত এই স্টেডিয়ামের নকশা ইসলামি স্থাপত্যরীতি অনুকরণে করা হয়েছে।

এই স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান সন্ধ্যা সাতট্য়া সরাসরি সম্প্রচার করা হবে বি-ইন স্পোর্টস এইচডি, বি-ইন স্পোর্টস এইচডি ওয়ান এবং ফেসবুক, টুইটার ও ইউটিউবে বিশ্বকাপ আয়োজক কমিটির চ্যানেলে (roadto2022@)।

জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বজুড়ে করোনা মহামারী প্রতিরোধে কর্মরত চিকিৎসাকর্মীদের প্রতি বিশেষ সম্মান জানানো হবে। এছাড়াও নানা বিষয় তুলে ধরা হবে অনুষ্ঠানে।

এর আগে ২০১৭ সালে কাতারে বিশ্বকাপের জন্য প্রথম ভেন্যু হিসেবে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম তৈরির কাজ শেষে সেটির উদ্বোধন হয়।

এরপর ২০১৯ সালে ওয়াকরা এলাকায় দ্বিতীয় ভেন্যু হিসেবে আলজুনুব স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ হয় এবং উদ্বোধন করা হয়।

সদ্যনির্মিত এই তৃতীয় ভেন্যুটি গত বছরের ডিসেম্বরে উদ্বোধনের কথা থাকলেও দাপ্তরিক বিভিন্ন প্রক্রিয়া ও পরীক্ষার কারণে তা পিছিয়ে দেওয়া হয়।