সানাউল্লাহ দোহা(কাতার)প্রতিনিধি:

কাতারে কোম্পানি পরিবর্তনে নতুন নিয়ম -যারা কাতারে কোম্পানি পরিবর্তন করতে চান, তাদের জন্য নতুন পদ্ধতি জানিয়েছে কাতার শ্রম মন্ত্রণালয়। এর ফলে

এখন থেকে এই পদ্ধতিতে আগ্রহীরা কোম্পানি পরিবর্তন করতে পারবেন। সাতটি ধাপে এই পরিবর্তন করা যাবে-

প্রথম: শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকে কোম্পানি পরিবর্তন করার আবেদনপত্র পূরণ করতে হবে।

দ্বিতীয়: কর্মীর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও (বিশেষ বিশেষ পেশায়) কাজের অনুমতি শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ফরমের সঙ্গে আপলোড করতে হবে।

তৃতীয়: কর্মীর বয়স ৬০ বছরের বেশি হলে সেক্ষেত্রে তাঁর স্বাস্থ্য ইন্স্যুরেন্স জমা দিতে হবে।

চতুর্থ: কাতার শ্রম মন্ত্রণালয় এই আবেদন যাচাই করবে এবং এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেবে। পঞ্চম: আবেদন গৃহীত হলে তা মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। গৃহীত না হলে কারণ জানিয়ে দেওয়া হবে।

ষষ্ঠ: আবেদন গৃহীত হওয়ার পর নতুন কোম্পানির মালিক নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন কর্মীর জন্য চুক্তিপত্র তৈরি করে তা সত্যয়ন করবেন।

সপ্তম: উপরোক্ত সবগুলো ধাপ শেষ হওয়ার পর কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা মিতরাস টু-তে ঢুকে কোম্পানি পরিবর্তনের বাকি ধাপ শেষ করতে হবে।