সানাউল্লাহ, দোহা(কাতার)প্রতিনিধি।
কাতারে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৯৪ জন। অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন দু হাজার ৬৩২ জন।
এ নিয়ে কাতারে মোট সুস্থ হলেন ৮৬ হাজার ৫৯৭ জন।
পাশাপাশি গত ২৪ ঘন্টায় কাতারে করোনাভাইরাসজনিত কারণে মারা গেছেন ৩ জন। এঁদের বয়স হয়েছিল ৫৭, ৫৮ ও ৬৭ বছর।
এ নিয়ে কাতারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১১৮ হলো।
কাতার কর্তৃপক্ষ এখন পর্যন্ত তিন লাখ ৬৬ হাজার ৯৫ জনের স্বাস্থ্য নমুনা পরীক্ষা করেছে। তবে গত ২৪ ঘন্টায় পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৫৯৩ জনের নমুনা।
বর্তমানে কাতারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে আছেন ১১ হাজার ১৮২ জন।
বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন ৭৭৯ জন। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫ জন।
অসুস্থদের মধ্যে গত ২৪ ঘন্টায় আইসিইউতে ভর্তি হয়েছেন ৬ জন। বর্তমানে কাতারে আইসিইউতে মোট চিকিৎসাধীন রয়েছেন ১৮৭ জন।