কাতার, বিশেষ প্রতিনিধি : শিপন আহমেদ
কাতার পরিবেশ মন্ত্রনালয় জানায় বুধবার থেকে দ্বিতীয় ধাপে খোলে দেওয়া হল সকল প্রকার পাবলিক পার্ক কিন্তু খেলা জায়গাগুলি বন্ধ থাকবে তারা আরও জানান যে পার্কে যাওয়ার পূর্বে কাতার স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেওয়া সকল নিয়ম কানুন মেনে চলতে হবে। দর্শনার্থীদের যেমন এহতেরাজ অ্যাপলিকেশন, মাস্ক,শরীরের তাপমাত্রা,স্যনিটাইজার এবং সকল প্রকার সুরক্ষা সরন্জাম সামগ্রী অন্যথায় প্রবেশের অনুমতি মিলবে না ।
একই সাথে খোলে দেওয়া হয়েছে কাতারের সকল সমুদ্র সৈকত এবং কিছু সংখ্যক মসজিদ ও মার্কেট যা সকলেই স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেওয়া সকল গাইড মেনে নামাজ আদায় ও শপিংমলে প্রবেশ করতে পারবে।মন্ত্রনালয় আরও জানান যে সমুদ্র সৈকতের প্রয়োজনীয় সব কিছু খুলে দেওয়া হবে যেমন নামাজের স্থান ও বাথরুম এবং বিশ্রামাগার ।
এই ঘোষনার পর দুরত্ব বজায় রেখে গুরুত্বপূর্ণ এই স্হানে প্রবেশের উপর আর কোন বাঁধা রইল না। উল্লেখ্য একই জায়গায় পাঁচ জন বা দশ জনের বেশি কেউ একত্রিত হতে পারবে না এমন নিদর্শনা দেয়া হয়েছে মন্ত্রনালয় থেকে ।