সোহেল রানা, মালয়েশিয়া প্রতিনিধি।

কুয়ালালামপুরে পর্যটকদের নিরাপত্তায় পুলিশ মোতায়েনকরোনাভাইরাসের ধাক্কায় মালয়েশিয়ার পর্যটন খাতেও ধস নেমেছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জনপ্রিয় বিনোদন পর্যটন কেন্দ্রগুলোকে সামাজিক দূরত্বের মতো স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) মেনে পুনরায় খুলে দেয়া হয়েছে।এ লক্ষ্যে কুয়ালালামপুরের ট্যুরিস্ট স্পটগুলোতে দেশি-বিদেশি পর্যটকদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরাপদে ভ্রমণ এবং নিশ্চিন্তে দেশের সৌন্দর্য উপভোগ করতে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানান কুয়ালালামপুরের ড্যাং ওয়াঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসিপি মোহাম্মদ ফাহমি বিশ্বনাথান।স্থানীয় সময় রোববার (৫ জুলাই) এক বিবৃতে তিনি এসব কথা জানান।এসময় তিনি বলেন, বিশেষ করে কুয়ালালামপুরের বুকিট বিনতাং, পেট্রোনাস টুইন টাওয়ার, মসজিদ ইন্ডিয়া, প্যাভিলিয়ন এবং নগরীর বিনোদনমূলক অঞ্চলসহ বিভিন্ন স্থানের পর্যটন অঞ্চলগুলোতে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় শহরজুড়ে পেট্রোল পুলিশের টহল বৃদ্ধির পাশাপাশি বিশেষ অভিযান চালু করেছে ড্যাং ওয়াঙ্গি থানা পুলিশ। এর ফলে চলতি বছরের জানুয়ারি থেকে জুনের শেষ পর্যন্ত সময়ের মধ্যে ছিনতাই ও চুরির হার গত বছরের চেয়ে ৯০ শতাংশ কমেছে। এতে করে অপরাধীরা যেমন ধরা পড়ছে তেমনি স্বস্তি ফিরে এসেছে শহরবাসীর মনে। আগত পর্যটকরাও নির্দ্বিধায় ঘোরাফেরা করতে পারছেন।এদিকে, পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে পর্যটক ও পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত সবার জন্য ট্যুরিজম বোর্ডের গঠিত গাইডলাইন অনুসরণ করতে হবে। তারা গাইডলাইন ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করছে কিনা তাও মনিটরিং করা হবে বলেও তিনি জানান।