সাতক্ষীরা প্রতিনিধি, শেখ ফারুকঃ

বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার আহবানে বিশেষ বর্ধিত সভা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) বেলা ১১টায় শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল-মাহমুদ স্বপন। এসময় তিনি বলেন, ‘আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে সুসংগঠিত ও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তাই তৃণমূল নেতা কর্মীদের ফেলে না দিয়ে বুকে টেনে নেয়ার আহবান জানিয়ে বলেন, যারা শেখ হাসিনার প্রতিক বুকে বেঁধে নির্বাচিত হয়েছেন এবং এই সারিতে বসে আছেন তারাও যদি কেউ তৃণমূল নেতাকর্মীদের গায়ে হাত দেন তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। জামায়াত-বিএনপির কোন হাইব্রীড লোকজন দলে ঢুকে আওয়ামীলীগের নেতা কর্মীদের উপর হামলা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি এসময় দলীয় নেতাকর্মীদের সম্মেলন করার নির্দেশ দিয়ে বলেন, যারা সম্মেলন করতে চায়না তাদের জনপ্রিয়তা নেই তাই তারা সম্মেলন করতে ভয় পায়। তিনি বঙ্গ বন্ধুর জন্ম শতবার্ষিকী এলাকায় এলাকায় পালনের জন্য আহবান জানান।’
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য এস.এম কামাল হোসেন, এ্যাড. আমিরুল ইসলাম মিলন, পারভীন জামান কল্পনা, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার প্রমুখ।এসময় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ফিরোজ আহমেদ স্বপন প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে ইফতারী বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।