শেখ ফারুক, সাতক্ষীরা প্রতিনিধি:
আশাশুনি থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।মংগলবার ভোর ৫ টার দিকে আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে আশাশুনি থানা পুলিশ আশাশুনির শ্রীকলস গ্রামের মো:সামছুদ্দীন মোড়লের ছেলে আবুল কাশেম ওরফে খোকনের বসত ঘর হইতে অভিযান চালিয়ে ১২ টি তরবারি(রামদা)১টি ছোরা ৪টি চাইনিজ কুড়াল ৪টি জি আই পাইপ ১০টিপ্লাস্টিকের ঢাল ৯টি লোহার খাচাযুক্ত হেলমেট উদ্ধার করেন। এই ব্যাপারে আশাশুনি থানায় একটি মামলা রুজু করা হয়েছে মামলা নং-১৩(০৫)১৯