দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়া সীমান্তে একটি ট্রাক থেকে ১৪৪ বাংলাদেশিসহ মোট ২১১ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে পুলিশ। বাকি ৬৭ জন পাকিস্তানের নাগরিক।
উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ৬৩ জনই অপ্রাপ্তবয়ষ্ক। স্থানীয় সময় সোমবার (৬ জুলাই) মধ্যরাতে গ্রীস সীমান্তে নর্থ মেসিডোনিয়ার গেভগেলিজা শহর থেকে উদ্ধার করা হয় তাদের। ট্রাকে গাদাগাদি করে তারা গ্রিস থেকে নর্থ মেসিডোনিয়ায় যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ।
অভিবাসীদের গ্রিসে ফেরত পাঠাতে সীমান্তের একটি ট্রানজিট আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। এর আগে, গত মাসে নর্থ মেসিডোনিয়া থেকে ৬৪ জন বাংলাদেশি অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করা হয়।