সানাউল্লাহ দোহা(কাতার)প্রতিনিধি।

সাম্প্রতিক সময়ে কাতার থেকে অনেকে বাংলাদেশে যাচ্ছেন। ঢাকায় পৌঁছানোর পর যাতে সেখানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে না হয়, সেজন্য সাথে নিয়ে যেতে হবে কাতার থেকে করোনা নেগেটিভ সনদ।

উচ্চকন্ঠ কাছে অনেক পাঠক জানতে চেয়েছেন, কাতারে কোথা থেকে সংগ্রহ করা যাবে করোনা সনদ? কাতারে বর্তমানে চারটি এলাকার স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিনামূল্যে করোনা টেস্ট করানো যাচ্ছে।

এই সেবাকেন্দ্রগুলো হলো- মাইদার হেলথসেন্টার, রাওদাত আলখলিল হেলথসেন্টার, উম সালাল হেলথসেন্টার এবং আলগারাফা হেলথসেন্টার। এছাড়া ৫০ রিয়ালের বিনিময়ে বেশকিছু প্রাইভেট ক্লিনিকেও স্বাস্থ্যনমুনা জমা দিয়ে টেস্ট করানো এবং সনদ সংগ্রহ করা যাবে। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ১৬০০০ নাম্বারে ফোন করুন এবং আপনার নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্র সম্পর্কে জেনে নিতে পারেন।