সানাউল্লাহ দোহা (কাতার) প্রতিনিধি।

কাতার কর্তৃপক্ষ কম ঝুঁকিপূর্ণ এমন ৪০ টি দেশের তালিকা প্রকাশ করেছে, যেসব দেশ থেকে আগামী ১ আগস্টের পর কাতারে এলে কোনো ধরণের হোটেল কোয়ারেন্টিন লাগবে না।বরং এসব দেশ থেকে কাতারে পৌঁছার পর বিমানবন্দরে যাত্রীর করোনা টেস্ট করা হবে। করোনা না পাওয়া গেলে ওই যাত্রী এক সপ্তাহের জন্য ১০টি শর্ত মেনে হোম কোয়ারেন্টিনে থাকার ব্যাপারে শপথনামায় স্বাক্ষর করবেন। এই এক সপ্তাহ ওই যাত্রীর এহতেরাজ অ্যাপে হেলথ স্ট্যাটাস হলুদ রঙের থাকবে। এক সপ্তাহ অতিক্রম হওয়ার পর আগত যাত্রী নির্ধারিত হাসপাতালে গিয়ে আবার করোনা টেস্ট করাবেন। এবারও করোনা নেগেটিভ হলে তার হেলথ স্ট্যাটাস সবুজ রঙের হবে এবং তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। আর যদি করোনা পজেটিভ হয়, তবে তাকে আইসোলেশনে নিয়ে যাওয়া হবে। প্রতি দু সপ্তাহ পরপর এই কম ঝুঁকিপূর্ণ দেশের তালিকা নবায়ন করা হবে।

৪০টি দেশের মধ্যে রয়েছে-

ব্রুনাই, ভিয়েতনাম, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, মালটা, ফিনল্যান্ড, হাঙ্গেরি, দক্ষিণ কোরিয়া, এস্তোনিয়া, নরওয়ে, লিথুয়ানিয়া, লাতভিয়া, জাপান, সাইপ্রাস, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, স্লোভাকিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ড, জার্মানি, মরক্কো, পোল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, স্লোভানিয়া, বেলজিয়াম, যুক্তরাজ্য, চেক, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, আলজেরিয়া, তুরস্ক, আইসল্যান্ড, স্পেন, ক্রোয়েশিয়া ও এন্ডোরা।