সানাউল্লাহ দোহা (কাতার) প্রতিনিধি।
১ আগস্ট থেকে কাতারে আসতে পারবেন বাংলাদেশসহ অন্যান্য দেশের কর্মীরা। তবে এই আসার বিষয়টি নিয়ন্ত্রণ করা হবে প্রাথমিকভাবে প্রয়োজনের ভিত্তিতে।কাতারে চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে সরকারি এবং আধা-সরকারি খাতে কর্মরতদের প্রয়োজনীয়তা এবং মানবিক কারণে যাদের আসা প্রয়োজন, তাদের বিষয়টি আগে গুরুত্ব দেওয়া হবে। তবে যেসব বাংলাদেশি প্রবাসী কাতারে কোনো কোম্পানির ভিসায় বা ব্যক্তি ভিসায় কাজ করেন এবং বর্তমানে দেশে আটকা পড়েছেন, তাদের বেলায় কাতারে ফিরে আসার জন্য দুটি শর্ত প্রযোজ্য হবে।প্রথম শর্ত: কাতার পোর্টাল থেকে রিটার্ন অনুমতির জন্য আবেদন করতে হবে। লিংক: কাতার পোর্টাল দ্বিতীয় শর্ত: রিটার্ন পারমিট পাওয়ার পর কাতারে ওই কর্মীর জন্য এক সপ্তাহের হোটেল কোয়ারেন্টিনের খরচ বহন করতে হবে কোম্পানিকে।কোম্পানির ভিসা এবং ব্যক্তিগত ভিসা (শাখছিয়া ভিসা)- দু ধরণের কর্মীদের জন্যই উপরের দুটি শর্ত প্রযোজ্য। এর পরেই কেবল কাতারে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশিরা।গতকাল ২১ জুলাই রাতে কাতার সরকারি যোগাযোগ বিভাগ এবং কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।