অনৈতিক ভিডিও শেয়ারিংয়ের জন্য চীনা অ্যাপ টিকটককে এবার সতর্ক করল পাকিস্তান। চীনের মিত্র দেশ হিসেবে পরিচিত পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অনৈতিক, অশ্লীল ও কুরুচিপূর্ণ ভিডিও শেয়ারিংয়ের ব্যবস্থা করে দিচ্ছে এ প্ল্যাটফর্ম, যা বিশেষ করে তরুণদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।
বলা হয়, পাকিস্তানের তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় এ প্ল্যাটফর্ম। অনেকের কয়েক লাখ ফলোয়ার রয়েছে। অথচ এটি নগ্নতা ও পর্নোগ্রাফি ছড়িয়ে দিচ্ছে। পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিপিএ) এক ঘোষণায় জানায়, আমরা এরই মধ্যে আরেকটি অ্যাপ বিগোকে ব্লক করে দিয়েছি। টিকটকের বিরুদ্ধেও ব্যাপক অভিযোগ এসেছে। তাই কম্পানিটিকেও চূড়ান্তভাবে সতর্ক করেছি।
সম্প্রতি ভারতে নিষিদ্ধ হয়েছে টিকটক। এ ছাড়া যুক্তরাষ্ট্রও এই অ্যাপ বন্ধ করার হুমকি দিয়েছে।
সূত্র: এএফপি।