সোহেল রানা, মালয়েশিয়া প্রতিনিধি।

দুই বছর আগে ২০১৮ সালের ২৫ শে মার্চ বুকিত মারতাজামে তামান জাসার জালান মেগাত হারুন এলাকায় স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে নিজের দেশের একজন রুমমেট মিন্টু (৪০) কে হত্যা করেছে জবিউল্লাহ। 

বিচারক মোহাম্মদ রাদজি আবদুল হামিদ শাস্তি ঘোষণা করে জানান, বিবাদিপক্ষ অভিযোগের বিরুদ্ধে যৌক্তিক ও সন্দেহাতীত কোনো প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হয়েছে। এ কারণে জবি উল্লাহর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া হয়েছে। এ তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা বারনামা।

মালয়েশিয়ায় স্বদেশীকে হত্যার দায়ে এক বাংলাদেশিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির উচ্চ আদালত। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) ওই বাংলাদেশীর বিরুদ্ধে আনিত অভিযোগে দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্ত বাংলাদেশীর নাম মোহাম্মদ জবি উল্লাহ (৪০)।

দু’জনেই মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কাজ করতেন। এ মামলায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ইয়াসিনিসা বেগম সীনি মহিদ্দিন।
এদিকে, মোহাম্মদ জবি উল্লাহর প্রতিনিধিত্ব করেন আইনজীবী কে. থ্যাঙ্গস।