শিপন, বিশেষ প্রতিনিধি, কাতার:
কোভিড ১৯ এর কারনে বন্ধ ছিল কাতারের সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়। যদিও থেমে ছিল না ক্লাস। অনলাইন ক্লাসের মাধ্যমে সমাপ্তি করা হয় শিক্ষাবর্ষ ২০১৯-২০২০ ইং ।
নতুন শিক্ষা বর্ষ ২০২০-২০২১ ইং শুরু হয়েছে চলতি মাস আগস্ট থেকে। ইতোমধ্যে শুরু হয়েছে কাতার বিশ্ববিদ্যালয় এর অনলাইন ক্লাস যা চলতি আগস্ট মাস অবধি অব্যাহত থাকবে। তবে সেপ্টেম্বর থেকে শ্রেণীকক্ষে ফিরবে কাতার বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা।
একই সাথে কাতারের সকল বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও ফিরবে শ্রেণীকক্ষে। কাতারের শিক্ষা মন্ত্রনালয় জানান আগামী ১ই সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা ফিরবে শ্রেণী কক্ষে তবে সপ্তাহে দুদিন বা তিন দিন ক্লাস হবে শ্রেণীকক্ষে আর বাকি দিন অনলাইন ক্লাস থাকবে। এই ভাবেই চলতে থাকবে প্রথম সেমিস্টার ।
কাতার শিক্ষা মন্ত্রনালয় আরও জানান যে, কাতার স্বাস্থ্য মন্ত্রনালয় এর দেওয়া সকল নিয়ম কানুন মেনেই বিদ্যালয়ে প্রবেশ করতে হবে সকল শিক্ষার্থী দের ।