কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদকে কাতারের রাষ্ট্রীয় ভাবে বিশেষ সম্মাননা পদক ‘আলওয়াজবা পদকে’ ভূষিত করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি।
বাংলাদেশ ও কাতারের মাঝে ভাল সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা করেন বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ।

Image

এর আগে কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও বিদায়ী সাক্ষাত করেন রাষ্ট্রদূত।

আজ ১৯ জুলাই বুধবার সকালে দোহায় দিওয়ানে আমিরি ভবনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানির সঙ্গে বিদায়ী সাক্ষাত করেন রাষ্ট্রদূত আসুদ আহমদ। তিনি এ সময় কাতারে দায়িত্বপালনকালে সহযোগিতা করায় কাতারের আমির এবং কাতারের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রায় ৫ বছর দায়িত্ব পালন শেষে আর কিছুদিনের মধ্যে কাতার ত্যাগ করবেন রাষ্ট্রদূত আসুদ আহমদ।