সানাউল্লাহ
দোহা(কাতার) প্রতিনিধি।

চলতি মাসে বিদেশ থেকে কাতারে ফিরে আসার পর যারা হোম কোয়ারেন্টিনের ভঙ্গ করে বাইরে বের হচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনি অভিযান অব্যাহত রয়েছে।

গত শুক্রবার হোম কোয়ারেন্টিনের শর্ত ও নিয়ম ভঙ্গ করায় শুক্রবার তিনজন কাতারি নাগরিককে আটক করেছে কাতার পুলিশ।

এঁদের বিরুদ্ধে কাতারের আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে মোট ছয়জনকে আটক করা হয় এবং তাদের নাম সামাজিক মাধ্যমে প্রকাশ করে দেওয়া হয়। ইতোমধ্যে ওই ছয়জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করছে কর্তৃপক্ষ।

করোনাভাইরাস রোধে বিভিন্ন দেশ থেকে কাতারে ফিরে আসা নাগরিক ও ব্যক্তিদের জন্য হোটেল ও হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কাতারের আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই বারবার সতর্ক করেছিল কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার যে তিনজনকে আটক করা হয়েছে- তারা হলেন: ফাহাদ আলি মুহাম্মদ, আলি মুহাম্মদ আল হাসান ও হাসান আহমদ হাসান।