মাসুদ রানা: দেশের জনপ্রিয় টিভি চ্যানেলের মধ্যে একটি চ্যানেলআই গত ১০ সেপ্টেম্বর চ্যানেলআই শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় জনপ্রিয় বিশেষ টকশো ৩০০ সেকেন্ড অনুষ্ঠানের অতিথি হয়েছেন তরুন প্রজম্মের আইকন ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সভাপতি মো.মেহেদি হাসান।উক্ত আলোচ্য বক্তব্যটুকু তুলে ধরেন মেহেদী হাসানের অতি আস্থাভাজন স্নেহধন্য,মোঃসাহেদী হোসেন,সাবেক সাং গঠনিক সম্পাদক,সবুজবাগ থানা ছাত্রলীগ,ঢাকা মহানগর দক্ষিন।মেহেদী হাসান তার ব্যক্তব্যর শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু’শেখ মুজিবুর রহমান কে স্বরণ করে বাংলাদেশ ছাত্রলীগ এর সোনালী অর্জন গুলো তুলে ধরেন আরো তুলে ধরেন
১৯৫২ এর ভাষা আন্দোলন,১৯৬৬ এর ৬ দফা,৬৯ এর গণঅভ্যুত্থানসহ ১৯৭১ এর মহান স্বাধীনতায় ছাত্রলীগের ভূমিকা নিয়ে।এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের সময় ছাত্রলীগের ভ্যানগার্ড এর ভূমিকা নিয়েও কথা বলেন মেহেদী হাসান।ছাত্রলীগ এশিয়ার বৃহত্তম সংগঠন মহামারী করোনাকালে প্রাণের সংগঠন ছাত্রলীগের অগ্রণী ভূমিকা নিয়ে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ছাত্রলীগের প্রশংসা করেন ও সে সম্পর্কেও ধারণা দেন মেহেদী হাসান।
এছাড়াও ছাত্রলীগের নেতাকর্মী নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় থানায় খোঁজখবর নিয়ে সেই মাদকসেবী কিনা
নেয়ার ব্যাপারটিও নিশ্চিত করে তার পরিবার আওয়ামী পরিবার কি না সকল তথ্য প্রমানের ভিত্তিতে কর্মী পদ মর্যাদা দেই।প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে টাকা নেওয়ার বিষয়টি যে সম্পূর্ণ ভিত্তিহীন ।
মেহেদী হাসান আরো জানান,বর্তমানে ছাত্রলীগের ইমেজ অত্যন্ত ভালো।এছাড়াও বিএনপি সরকারের সময়ে ছাত্রলীগের নামে দূর্নীতি এবং টেন্ডারবাজির বিভিন্ন স্বরযন্ত্রমূলক প্রপাগান্ডার কথাও তুলে ধরেন মেহেদী হাসান,ছাত্রলীগ কখনোও কোন অন্যায়ের সাথে জড়িত ছিলনা ।কিছু নামধারী ছাত্রদলের আগাছারা মেহেদী হাসান সাথে কৌশলে ছবি তুলে তা দ্বারা বিভিন্ন অপকর্ম সংঘটিত করার ব্যাপারেও সতর্ক করেন মেহেদী হাসান ।ছাত্রলীগের কমিটি নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা হয় যে, প্রার্থীটি আওয়ামী পরিবারের কিনা,প্রার্থী একজন নিয়মিত শিক্ষার্থী কিনা এবং প্রার্থী যেন কোনভাবেই মাদকসহ অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত আছে কিনা সেদিকেও জোড় দৃষ্টি দেয়া হয় বলে জানান মেহেদী হাসান ।সর্বোপরি মেহেদী হাসান বলেন আমার সংগঠনের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে যদি উপযুক্ত তথ্য-প্রমাণ সহ কোন অপরাধ প্রমাণিত হয় তাহলে আমি আমার সংগঠন থেকে সঙ্গে সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে স্থায়ীভাবে বহিষ্কার করবো।