সানাউল্লাহ, দোহা(কাতার)প্রতিনিধি।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি
প্রতিবেশী দেশ আরব আমিরাত ইতোমধ্যে ইসরাইলের সাথে সুসম্পর্ক তৈরি করেছে, একইরকম ঘোষণা দিয়েছে বাহরাইনও। তবে এই পথে যাবে না ফিলিস্তিনের দুঃসময়ের বন্ধু কাতার।
ফিলিস্তিন-ইসরাইল সমস্যার সমাধানের আগে ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক গড়বে না কাতার। এমন সাহসী ঘোষণা দিয়ে কাতার নিজের অবস্থান আবারও জানিয়ে দিল সবাইকে।
কাতার সাফ জানিয়ে দিয়েছে, দোহা ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে অন্যান্য উপসাগরীয় আরব দেশগুলোর মতো যোগ দেবে না। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীরণ ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের উত্তর হতে পারে না।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোলওয়াহ আল-খাতের সোমবার ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা এটা ভাবি না, এই দ্বন্দ্বের মূল কারণ ছিল সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং এটা কোনো উত্তর হতে পারে না।
মঙ্গলবার হোয়াইট হাউসে নির্ধারিত অনুষ্ঠানে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীরণের চুক্তি স্বাক্ষরের আগে আল-খাতের এমন মন্তব্য করেন।
এই চুক্তিতে ইসরাইল ও আরব দেশগুলোর মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক, নিরাপত্তা ও অন্যন্য সম্পর্কের বিষয়গুলো স্থান পাবে। তবে ফিলিস্তিনিরা প্রথম থেকেই এমন চুক্তির নিন্দা জানিয়ে আসছে।