উচ্চারণ : ‘আউজু বিরিজাকা মিন সাখাতিকা, ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা, লা উহসি ছানাআন আলাইকা আনতা কামা আছনাইতা আলা নাফসিকা।’

অর্থ : ‘(হে আল্লাহ), আমি তোমার অখুশি থেকে তোমার খুশির আশ্রয় চাই, তোমার শাস্তি থেকে তোমার ক্ষমার আশ্রয় চাই, তোমার পূর্ণ প্রশংসা করা আমার সাধ্যাতীত, তুমি তেমন গুণেই গুণান্বিত যেভাবে তুমি নিজের গুণ উল্লেখ করেছ।’

উপকার : আয়েশা (রা.) থেকে বর্ণিত, একদিন তিনি রাসুল (সা.)-এর পাশেই ঘুমন্ত অবস্থায় ছিলেন। রাতে তিনি তাঁকে [রাসুল (সা.)-কে বিছানা থেকে] হারিয়ে ফেলেন। তাই (অন্ধকারে) তাঁকে তিনি খুঁজতে থাকেন। একপর্যায়ে তাঁর হাত রাসুল (সা.)-এর দুই পায়ের ওপরে পড়ল। তখন তিনি [রাসুল (সা.)] সিজদারত ছিলেন এবং তিনি এই দোয়া পড়ছিলেন। (তিরমিজি, হাদিস : ৩৪৯৩)