রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
ওয়ালিদ হোসেন জানান, গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে ২৮ হাজার ৪১৭ পিস ইয়াবা, ১৪২ গ্রাম ২৭৫ পুরিয়া হেরোইন, ১০ কেজি ৭০০ গ্রাম গাঁজা, দুই বোতল ফেনসিডিল ও ২৪টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওয়ালিদ হোসেন।