মোঃ স্বপন ,চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৪.০০ ঘটিকায়
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মিলটন চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভূমি), চুনারুঘাট, হবিগঞ্জ। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানার পুলিশের একটি দল।
জানা যায়, চুনারুঘাটের ৩ নং দেওরগা ছ ইউপির অন্তর্গত নয়ানী গ্রামে অবস্থিত রাইস মিলে পাটের তৈরি বস্তায় চাল মোড়কজাত না করে প্লাস্টিক/পলিথিন জাতীয় বস্তুায় চাল মোড়কজাত করে সরবরাহ অপরাধে ১টি রাইসমিল প্রতিষ্ঠানকে ৩০,০০০/- টাকা অর্থদন্ড আরোপ করা হয়।
উপজেলা প্রশাসন, চুনারুঘাট এর পক্ষ থেকে সকল ব্যবসায়ীকে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো.