খুলনা প্রতিনিধি:
২৩ সেপ্টেম্বর খুলনা টাইমস অনলাইন নিউজে অভিযোগের অন্ত নেই খুলনা জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি শিরোনামে আমাকে নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেটি সঠিক নয়। একটি মহল আমাকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে প্রতিবেককে ভুল তথ্য পরিবেশন করে সংবাদ প্রকাশে উদ্বুদ্ধ করেছে ।
আমি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ -শিক্ষা এ পাঠচক্র বিষয়ক সম্পাদক ছিলাম এবং পরবর্তীতে সহ সভাপতি মনোনীত হয়ে দায়িত্ব পালন করি, ঢাকা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থীও ছিলাম। পরবর্তীতে আমি যুবলীগের কেন্দ্রীয় সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছি।
এরপর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছি। প্রকৃতপক্ষে আমার বাবা ও মাকে নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেটি সম্পূর্ন অসত্য। আমার বাবা একজন স্বনামধন্য কৃষক এবং খেটে খাওয়া মানুষ। আমার বাবা কখনই জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না। আর মা একজন গৃহিনী ।তিনি কখনই কোন রাজনীতির সম্পৃক্ত নন ।তাই আমি এই অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।
নুরুল ইসলাম বাদশা