শহিদুল ইসলাম শহীদ : নওগাঁ ,মান্দা প্রতিনিধি।
নওগা জেলার নওগাঁ বাইপাস ও হাপানিয়া মোড় থেকে কিছু দূরে পেট্রোল পাম্পের সামনে রোডে বাস শ্রমিকরা সেখানে অবস্থান করে ।আর তারা সি.এন.জি চালকদের চেক করে। সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সিএনজি নওগাঁ জেলা শহরে প্রবেশ করতে দেয় না।
যদি কোন সিএনজিতে রোগী যায় তাহলে রোগীর কাগজপত্রাদি চেক করে। আবার সিএনজি চালকের অভিযোগ নিজের স্ত্রী পরিবার সহ শহরে প্রবেশ করতে দেয় না। বলে পরিবার কিনা তার প্রমাণ দিতে হবে সঙ্গে আইডি কার্ড আনতে হবে। গত ২০ তারিখে সি এন জিতে রোগী নেয়ার সময় বাস শ্রমিকরা রোগী প্রেগনেন্ট কিনা রোগীর পেট দেখতে চাইলে সিএনজি চালক ও বাস শ্রমিকের মধ্যে বিবাদ বাধে। এই নিয়ে গত ২১ তারিখে নওগাঁ মানববন্ধন হয়।সেই সূত্র ধরে আজ ২৬শে সেপ্টেম্বর মান্দার সতিহাট বাস স্ট্যান্ড থেকে কিছু সামনে মহিলা হাফেজিয়া মাদ্রাসা মোড় এ সিএনজি ও বাস শ্রমিকের মধ্যে সংঘর্ষ বাধে। সেখানে মান্দা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেখানে প্রায় ১ ঘণ্টার মতো সময় বাস রাস্তায় চলাচল বন্ধ ছিল।মান্দা থানার পুলিশ প্রশাসনের মাধ্যমে আবারও সেখানে বাস স্বাভাবিকভাবে চলাচল শুরু করে।