শহীদুল ইসলাম শহীদ: নওগাঁ মান্দা প্রতিনিধি।
নওগাঁ মান্দা উপজেলার প্রবাহিত নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে পানি বৃদ্ধির হার বেড়েই চলছে।এই পানি বৃদ্ধির কারণে নদীর বিভিন্ন জায়গায় ভাঙ্গন ধরে। এই ভাঙ্গনের ফলে হাজার হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।গত কয়েকদিন থেকে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বিপদসীমার উপর দিয়ে নওগাঁ মান্দায় আত্রাই নদীতে প্রবাহিত হচ্ছে। বন্যা কবলিত এলাকার মানুষ গবাদি পশু পাখি নিয়ে মহাবিপদে আছেন।
বিভিন্ন জায়গায় নদী ভাঙ্গনের ফলে কৃষকের ফসল পানিতে তলিয়ে যাচ্ছে ।কৃষকের ধান ক্ষেত , সবজি ক্ষেত, সহ বিভিন্ন রকম ফসলও ঐ পানির নিচে তলিয়ে পড়ছে। আবার এলাকার অনেক পুকুর ডুবে মাছ বেড়ে গিয়েছে।অপরদিকে মান্দা উপজেলার কসব ইউনিয়নের বনপুরা নামক স্থানে আত্রাই নদীর মূল বাঁধ নতুন করে ভেঙ্গে গেছে। মান্দা উপজেলা কসব, নুরুল্লাবাদ ও বিষ্ণুপুর ইউনিয়ন বন্যা কবলিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও )মোঃ আব্দুল হালিম বলেন ,আত্রাই নদীর পানি বৃদ্ধির জন্য প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি বাড়ানো হয়েছে। ইতিপূর্বে সুজন সখীর ঘাট সহ মোট ৩টি জায়গায় বাঁধ ভেঙ্গে যায়। পানি উন্নয়ন বোর্ডের অধীনে ভেঙে যাওয়া জায়গায় মেরামতের কাজ হয়েছিল। কিন্তু মাটি’র অভাবে সম্পূর্ণ কাজ করতে পারেননি।