সৌদি আরবের সরকার সীমিত আকারে ওমরাহ চালু করলেও বাংলাদেশকে এখনো সুযোগ দেওয়া হয়নি জানিয়ে সতর্ক করেছে ধর্ম মন্ত্রণালয়। সাধারণ মুসল্লিদের প্রতারণার হাত থেকে বাঁচাতেই এ সতর্কবার্তা দিয়েছে মন্ত্রণালয়। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ওমরাহে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্যাকেজ ঘোষণা করে বিজ্ঞাপন দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে মঙ্গলবারের জরুরি বিজ্ঞপ্তিতে।

তাতে বলা হয়, ‘সৌদি সরকার থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো চিঠি পাওয়া না গেলেও কতিপয় ব্যক্তি ও এজেন্সি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ করে ওমরাহ পালনের বিজ্ঞাপন দিচ্ছে। এতে ধর্মপ্রাণ মুসলমানের প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

’ সৌদি আরবের অনুমতি পাওয়া সাপেক্ষে মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকার পাশাপাশি ওমরাহ পালনেচ্ছুদের কারো সঙ্গে আর্থিক লেনদেন না করতে অনুরোধ করা হয়।