স্বপন আহাম্মেদ, হবিগঞ্জ চুনারুঘাট, প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন মামলার আসামি শামসুদ্দিন সুমনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, (পিবিআই) হবিগঞ্জ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালেঙ্গা ত্রিপুরা বস্তি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সুমন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ইখলাছপুর গ্রামের নিয়ামত উল্লাহর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পিবিআই’র ইন্সপেক্টর মুক্তাদির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সীমান্তের চুনারুঘাটের কালেঙ্গা ত্রিপুরাবস্তি এলাকায় অভিযান পরিচালনা করে পিবিআই। সকাল সাড়ে ৯টার দিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, যেহেতু মামলাটি নোয়াখালী পিবিআই’র, সেখানেই আসামি শামছুদ্দিন সুমনকে নিয়ে যাওয়া হচ্ছে।
উল্লেখ্য, নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে এক নারীকে (৩৫) বিবস্ত্র করে নির্যাতন করা হয়। ঘটনার এক মাস পর গত রবিবার সকাল থেকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই নারীকে কয়েক জন বিবস্ত্র করে বেদম মারধর করছে। একজন ওই নারীর মুখে পা দিয়ে চেপে ধরে। বারবার আকুতি করার পরও নির্যাতন করা বন্ধ করেনি কেউ। যা অত্যন্ত নির্মম ও নৃশংস।