সকাল তখন সাড়ে ১০টা। ঢাকা-৫ আসনে উপ-নির্বাচনে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন একটি কেন্দ্র। ওই কেন্দ্রে ভোট দিতে আসেন উত্তর সায়েদাবাদ এলাকায় বিএনপির নির্বাচনী কর্মকাণ্ডের দায়িত্বপ্রাপ্ত যাত্রাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভান্ডারী। কেন্দ্রে ঢোকার পথেই বাধাপ্রাপ্ত হন তিনি। কেবল তিনি নন আওয়ামী লীগের ব্যাজ নেই এমন কাউকেই ভোট দিতে ঢুকতে দেওয়া হয়নি কেন্দ্রে।
এসব অভিযোগ করেছেন মিজানুর রহমান ভান্ডারী নিজেই। বিষয়টি নিয়ে একটি ভিডিও এসেছে গণমাধ্যমে।
ওই ভিডিও-তে দেখা যায় মিজানুর রহমান বলছেন, স্থানীয় যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সন্ত্রাসীরা বিএনপি সমর্থিত ভোটারদের কাগজপত্র ছিনিয়ে গেছেন। আমাদের কেবল দুইজন কেন্দ্রে ঢুকতে পেরেছেন। বাকিদের কেউ-ই ঢুকতে পারেননি। আর পুরুষ কোনো ভোটারকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি আমাকেও তাঁরা ঢুকতে দেননি। আওয়ামী লীগের ব্যাজ পরে তাদের লোকজন কেন্দ্র পাহারা দিচ্ছেন। আওয়ামী লীগের ব্যাজ ছাড়া কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। এটি কীভাবে একটি গণতান্ত্রিক দেশ হয়!