শহিদুল ইসলাম শহিদ : নওগাঁ ,মান্দা প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার ৫ নং গনেশ পুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে মধ্যপাড়া জামে মসজিদে আজ ছাদ নির্মাণ কাজ শুরু হয়। এখানে এলাকার মুসল্লিরা নামাজ পড়েন। ইতিপূর্বে যে নির্মাণাধীন ছিল তা যথেষ্ট ভাল ছিলনা এবং সেখানে মুসল্লিরা নামাজ পড়তে গেলে অনেক সমস্যা তাদের পোহাতে হতো। মসজিদটি ছিল জরাজীর্ণ, সেখানে মসজিদের জায়গা ছোট হওয়ায় লোকজন কম সংখ্যক একসঙ্গে নামাজ পড়তে পারতো। এবং পরিবেশগত দিক থেকে অনুন্নত ছিল। তাই স্থানীয় মুসল্লিদের চিন্তাধারা থেকে, এখানে এই মসজিদকে আবার নতুন ভাবে গড়ার জন্য তারা পরিকল্পনা করেন এবং তা বাস্তবে রূপ দেন। এই মসজিদের ছাদ নির্মাণ কাজ উদ্বোধন করেন ,স্থানীয় ৫ নং গনেশ পুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হানিফ উদ্দিন মন্ডল এবং যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মোল্লা উপস্থিত ছিলেন। মসজিদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইব্রাহিম ফকির এবং ক্যাশিয়ার মোঃ মফিজ উদ্দিন, মসজিদের ইমাম সাহেব মোঃ মিজানুর রহমান মিজান।এছাড়াও শ্রীরামপুর মধ্য পাড়া গ্রামের গণ্য মান্য শত শত মুসল্লি উপস্থিত ছিলেন। স্থানীয় মুসল্লিরা বলেন, এই মসজিদের সম্পন্ন কাজ শেষ না হওয়া পর্যন্ত এলাকার সব মানুষ এই মসজিদের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে জানান।যাতে করে এলাকার সকল মুসল্লী একসঙ্গে এই মসজিদে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে পারেন ।