ফরহানা রহমান:
দ্বিতীয় লন্ডন খ্যাত সিলেটের জাফলং একটি পর্যটন কেন্দ্র, যেখানে প্রতিবছর দেশ-বিদেশ থেকে ঘুরতে আসা লক্ষ লক্ষ পর্যটক এর সমাগম ঘটে উক্ত পর্যটকদের মধ্যে অধিকাংশ পর্যটক ভারতীয় পণ্য কেনার জন্য জাফলংয়ের প্রসাধনী শো-রুমগুলোতে ভিড় করে আর এই সুযোগে এসকল অসাধু ব্যক্তিরা পর্যটকদের হাতে ভারতীয় প্রসাধনীর নামে হুবহু নকল প্রসাধনী তুলে দেয়।
এর মধ্যে রয়েছে সানসিল্ক শ্যাম্পু সহ বিভিন্ন কোম্পানির নকল শ্যাম্পু যা ব্যবহারের সম্পূর্ণ অনুপোযোগী, রয়েছে নকল সেনসোডাইন টুথপেস্ট যা ব্যবহার করে দাঁত খুলে গেলেও ফেনা তোলা সম্ভব না, রয়েছে হিমালিয়া ফেসওয়াশ যা ব্যবহার করলে মুখে ব্যবহারের সাথে সাথে গোটা উঠে ভরে যায়।
এসকল প্রসাধনীর দোকানে পুলিশের উপস্থিতি দেখা না গেলেও বাংলাদেশ বর্ডার গার্ড এর উপস্থিতি সচরাচর দেখা যায়,দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা এসকল নকল পণ্য আসল মনে করে ক্রয় করে নিজ গৃহে গমন করার পর টের পায় এ সকল পণ্য নকল পণ্য, অথচ নকল পণ্য বুঝতে পারলেও দূরদূরান্ত থেকে যাওয়া পর্যটকরা দ্বিতীয়বার আর ওখানে গিয়ে উক্ত ব্যবসায়ীকে চ্যালেঞ্জ করার মত ব্যবস্থা না থাকায় এসকল অসাধু ব্যবসায়ীরা পর্যটকদের সাথে বড় ধরনের চিটিং করছে।
এ সকল পণ্য ক্রয় করে প্রতারিত হয়েছে উচ্চকণ্ঠ অনলাইন পোর্টালের স্পেশাল করেসপন্ডেন্ট ফারহানা রহমান সহ অগণিত পর্যটক।
নকল পণ্য কেনা ভুক্তভোগী পর্যটকদের একটাই দাবি মানুষের সরলতার সুযোগ নিয়ে যেসকল অসাধু ব্যক্তিরা এ ধরনের নকল পণ্য বিক্রয় করছে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে কঠিন শাস্তি দেয়া উচিত বলে তারা মনে করে।