মোঃ আঃ হান্নান, ক্রাইম রিপোর্টার, সিলেট
হবিগঞ্জের চুনারুঘাট পাইকপাড়া ইউপির হলহলিয়ায় শ্রীগৌরাঙ্গ দেবনাথ মহাশয়ের বাড়ীতে আগামী ৮ নভেম্বর রবিবার শ্রীমদ্ভগবদগীতা জয়ন্তী মহোৎসব অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান সূচির মধ্যে – ৮ নভেম্বর রবিবার
ভোর ৬টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, উলুধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে অনুষ্টানের শুভ সূচনা হবে। সকাল ৮টায় ভগবান পার্থ সারথী পূজারম্ভ, সকাল ৯টায় সমবেত শ্রীমদ্ভগবদগীতা পারায়ণ, দুপুর ১টায় ধর্ম সভা। আলোচ্য বিষয় হচ্ছে – শ্রীমদ্ভগবদগীতা মানুষের আধ্যাত্মিক শক্তির উন্নতি সাধন করে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন – হবিগঞ্জ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক জগদীশ চন্দ রায়।
মূখ্য আলোচক হলেন – হবিগঞ্জ নাথ কল্যাণ সমিতির সভাপতি অনঙ্গ মোহন দেবনাথ।বিশেষ আলোচক হলেন- চুনারুঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণয় পাল, যুগ্ন সম্পাদক মানিক দেব,অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্র দেবনাথ। দুপুরে মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় -সন্ধ্যারতি, তৎপর সংকীর্ত্তন ও হরিলোটের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হবে। এতে পুরোহিত্য করবেন-অনঙ্গ মোহন দেবনাথ। এ শ্রীমদ্ভগবদগীতা জয়ন্তী মহোৎসবে সবান্ধবে অংশগ্রহণে আমন্ত্রণ জানানো হয়েছে।