বিল্লাল হোসেন, বাহারাইন প্রতিনিধি:

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাহির রাজিউন । আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক।

আজ বুধবার (১১ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসা গ্রহণকালে শেখ খলিফা মারা যান। বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর নিশ্চিত করে।

পৃথিবীর দীর্ঘতম সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে রেকর্ড করেছিলেন শেখ খলিফা। দীর্ঘ ৫০ বছর বাহরাইনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

প্রধানমন্ত্রীর মৃতুতে বাহরাইনের বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল খলিফা এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। 

তাঁর মৃতদেহ দেশে আনার পর দাফন সম্পন্ন করা হবে। দাফনকার্যে কেবল সীমিত সংখ্যক আত্মীয়রা অংশগ্রহণ করবেন বলে জানা যায়। 

শেখ খলিফা ১৯৭০ সাল থেকে বাহরাইনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দায়িত্বগ্রহণের পর ১৯৭১ সালের ১৫ আগস্ট দেশটি স্বাধীনতা লাভ করে।