চুনারুঘাট প্রতিনিধি

কালিশিরী হিউম্যান সার্ভিস ফাউন্ডেশন এর সহযোগী সংগঠন হিসাবে কালিশিরী জুনিয়র হিউম্যান সার্ভিস ফাউন্ডেশন নামে সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে ২০ নভেম্বর।
এলাকার সকল ছাত্র-ছাত্রীদের কল্যাণে এবং মানোন্নয়নের লক্ষ্যে এই সংগঠন প্রতিষ্ঠা করা হয় গত ১৭ নভেম্বর।
এই সংগঠনের উপদেষ্টা মাহমুদুল হাসান শিবলী ভূঁইয়া ২০ নভেম্বর আহ্বায়ক কমিটির ঘোষণা দেন।
এই কমিটিতে আহ্বায়ক রাখা হয়েছে চুনারুঘাট সরকারি কলেজ থেকে ইন্টার পাশ করা কাজী সায়েদ রাব্বিকে।
যুগ্ন আহ্বায়ক করা হয় তিনজনকে।
যথাক্রমে; মুহিদ হাসান
মোঃ রিয়াজ এবং
মোঃ বশির।

সদস্য হিসাবে কমিটিতে রাখা হয় ৯ জনকে।
যথাক্রমে; সাহেদ আলী
সুহাগ
শাকিব
ফয়েজ উদ্দিন
তামিম
সজিব
রকি
নাইম
মোঃ সাব্বির

উপদেষ্টা মাহমুদুল হাসান শিবলী ভূঁইয়া বলেন আমাদের এলাকায় গরীব লোকের বসবাস বেশি হওয়ায় অনেক ছাত্র-ছাত্রী আর্থিক সংকটে তাদের পড়ালেখা বাদ দিয়ে বিভিন্ন কাজে যোগ দিয়ে দেয়।
যে কারণে দিনকে দিন যাচ্ছে কিন্ত আশানুরূপ অগ্রগতি হচ্ছেনা এই এলাকার।
বাংলাদেশ সরকারের ডিজিটাল দেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নাই।
তাই আমরা এই সংগঠনের মাধ্যমে চেষ্টা করবো যাতে এলাকায় আর কোনো ছাত্র-ছাত্রী আর্থিক সংকটে তাদের পড়ালেখা বাদ না দেয়।
সাথে আমরা এলাকায় বাল্য বিয়ে বন্ধ করতেও সচেষ্ট হবো এই সংগঠনের মাধ্যমে ইনশাআল্লাহ।
আমরা মনে করি যদি দেশের প্রকৃত উন্নয়ন এবং ডিজিটালাইজেশন করতে হয় তাহলে শিক্ষার হার বাড়াতেই হবে।
আমরা সকল ছাত্র-ছাত্রীদের পাশে থেকে তাদের শিক্ষা চালিয়ে নিতে সবরকমের সহযোগিতা করবো।

আজকের এই কমিটি ঘোষণার অনুষ্ঠানে এসে সকল ছাত্র-ছাত্রী খুব আনন্দিত এবং উচ্ছসিত।
তারাও নিজেরা এলাকার মুরুব্বীদের সহযোগিতায় অনেকদূর এগিয়ে যাবে এই প্রত্যাশা করে।

এই নতুন সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণার অনুষ্ঠানের সমাপ্তি হয় হাফেজ মাওলানা আবু আইয়ুবের দোয়া পরিচালনার মধ্য দিয়ে।