সদ্যই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ স্বাগতিক আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছে ওয়ানডে ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দুই দিক দিয়েই ফেভারিট হিসেবে আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে সফরকারীরা। তবে টি-টোয়েন্টি সিরিজে হারের প্রতিশোধ ওয়ানডেতে নিতে চায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কেপটাউনে সিরিজের প্রথম ওয়ানডেটি বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে।
করোনার মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরিয়েছিল ইংলিশরা। তবে দেশের বাইরে এটাই ইংলিশদের প্রথম সফর। টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার ওয়ানডে লড়াইয়ে ইয়োইন মরগানের দল। ফুরফুরে মেজাজে থাকা দলের অধিনায়ক মরগান বলেন, ‘সফরের শুরুটা দারুন হয়েছে। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে পেরেছি। এবার ওয়ানডে লড়াই। আশা করছি, এখানেও দল ভালো খেলবে। ওয়ানডেতে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, এটিই আমাদের এক ধাপ এগিয়ে রাখবে।’
অন্যদিকে সিরিজের শুরুটা ভালো না হলেও ওয়ানডে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকা। করোনার পর এটাই তাদের প্রথম ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজে ভরাডুবি হলেও ওয়ানডেতে ভিন্ন রুপে দেখা যাবে বলে আশা করছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি কক। সিরিজ জিততেই দল মাঠে নামবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা ওয়ানডে সিরিজ জিততে চাই। টি-টোয়েন্টিতে ভালো খেলতে পারিনি। ইংল্যান্ড ভালো দল, তারা বিশ্ব চ্যাম্পিয়ন। সিরিজ জিততে হলে আমাদের সেরাটা খেলতে হবে।’