কুষ্টিয়া প্রতিনিধি:

আসন্ন খোকসা পুরো নির্বাচনকে সামনে রেখে খোকসা প্রবাসীদের মধ্যে একটি উদ্দীপনা সৃষ্টি হয়েছে, ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছে খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র তারিকুল ইসলাম৷ তিনি গতবার নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন এবং সুনামের সঙ্গে পাঁচ বছর দায়িত্ব পালন করে ও খোকসা পৌরসভায় পাকা রাস্তা ঘাট, পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মান, পৌর নাগরিকদের অধিকার সুনিশ্চিত সহ খোকসা পৌরবাসীদের উপহার দিয়েছে একটি আধুনিক পৌর ভবন৷ মেয়র তারিকুল ইসলাম খোকসার ঐতিহ্যবাহী স্বনামধন্য পরিবারের সন্তান তার বাবা বৃহত্তর খোকসা ইউনিয়নের চেয়ারম্যান ছিল৷

এবার মেয়র তারিকুল ইসলাম নৌকা প্রতীক পাওয়াই খোকসা উপজেলার দলীয় নেতাকর্মীদের মধ্যে একটি আনন্দময়ী আমেজ সৃষ্টি হয়েছে৷ তারা বলেন মেয়র তারিকুল ইসলাম এবারও বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং জনো নেত্রী শেখ হাসিনার দলকে আরও শক্তিশালী করবে৷

এ বিষয়ে মেয়র তারিকুল ইসলাম একান্ত সাক্ষাৎকারে বলেন, আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কুষ্টিয়া জেলার অহংকার বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ ও খোকসার কৃতিসন্তান কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, খোকসা কুমারখালী আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জজ সহ উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি৷ আমি পাঁচ বছর পৌর এলাকায় যে কাজ করেছি তা এখনও দৃশ্যমান আছে এবং বাকি কাজগুলো এবার নির্বাচিত হলে সম্পন্ন করব কারণ স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করাই আমার লক্ষ্য৷ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি বুকে ধারণ করে আমার পৌর এলাকায় তা বাস্তবায়ন করার চেষ্টা করব৷