নিউজ ডেস্ক:

গত কাল দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘উচ্চকন্ঠ’ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপিত। ৪ঠা ডিসেম্বর বিকাল ২ঘটিকার সময় রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং সংলগ্ন ১২নম্বর সেক্টর ‘ওয়াইড ভিশন স্কুল এন্ড কলেজ’ অডিটোরিয়ামে ব্যাপক আয়োজনের মাধ্যমে এ উক্ত অনুষ্ঠান উদযাপন করা হয়। প্রথমে দুপুরের খাবার পর্ব শেষ হয়। মূল অনুষ্ঠানটি তিনটার দিকে শুরু হয়।

ব্যানার

*অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
NewsNow24 এর প্রধান সম্পাদক জনাব ওয়াহিদ মিল্টন।
*প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
দৈনিক ইত্তেফাক ও এটিএন বাংলার ভোলা জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এম.এ.আহাদ চৌধুরী তুহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
*দিদারুল আলম দিদার, সিনিয়র রিপোর্টার (আইন), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সাংগঠনিক সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
*’ক্যানভাস ইন্টারন্যাশনাল লিমিটেড’ এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।
*দৈনিক আজকের আলোকিত সকাল এর সম্পাদক ও প্রকাশক মোখলেছুর রহমান মাসুম।
*এসএ টিভি’র কুমিল্লা জেলা প্রতিনিধি ‘আবু মুসা’।
*আরটিভি কুমিল্লা জেলা প্রতিনিধি ‘সোহরাব সুমন’।
*পিপলস নিউজ২৪ এর সম্পাদক ও প্রকাশক “নাজমা সুলতানা নীলা” ।

উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টা বৃন্দ:
*এ বিএস খান স্বপন, ব্যবস্থাপনা পরিচালক, গালফ সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেড।

*মো: দুলাল ভূঁইয়া, ইউপি সদস্য, আহাম্মাদাবাদ ইউনিয়ন, চুনারুঘাট হবিগঞ্জ। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি, চুনারুঘাট হবিগঞ্জ।

*মোঃ মিজানুর রহমান বাবুল, পরিচালক ফেমাস ইলেকট্রনিক্স।

সম্মানিত আমন্ত্রিত অতিথি:
*প্রফেসর ডঃ এম আবু জাফর, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ওয়াইড ভিশন স্কুল এন্ড কলেজ।
*ভাইস প্রিন্সিপাল, ওয়াইড ভিশন স্কুল এন্ড কলেজ।

*সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ কবির আহমেদ (অবসরপ্রাপ্ত), জাতীয় সাঁতারু, বাংলাদেশ সেনাবাহিনী।

*রোকেয়া বেগম, পরিচালক, রোকিয়া কোচিং সেন্টার।

*ভেন্যু:
ওয়াইড ভিশন স্কুল এন্ড কলেজ অডিটোরিয়াম, সপ্তম তলা।

*ঠিকানা:
উত্তরা হাউজ বিল্ডিং, দিয়াবাড়ি রোড, ১২নং সেক্টর, রোড নং- ১২, বাড়ি নং- ২, উত্তরা মডেল-১২৩০

*উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উচ্চকণ্ঠ অনলাইন নিউজ পোর্টাল এর সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ রকিবুল হাসান (রনি)।
*আল মুরসালিন ফয়সাল, সহ-সম্পাদক, উচ্চকণ্ঠ
*সাত্তার সরকার, নির্বাহী সম্পাদক, উচ্চকণ্ঠ

*সঞ্চালনায় ছিলেন মারুফ আহমেদ (গল্প), জেলা প্রতিনিধি, কুমিল্লা – প্রতিদিনের সংবাদ।
*সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- মোঃ জহিরুল হক বাবু, বার্তা সম্পাদক- Onnews24।

*ব্যবস্থাপনায় ছিলেন “সুমাইয়া আনিকা” ও “তিন্নি আমিন” উচ্চকণ্ঠ।
*সার্বিক সহযোগিতায়: ওয়াড ভিশন স্কুল এন্ড কলেজ, এস আর বাইক গ্যালারী, BETATACH Engineering services, Greenlux, এস এস বাইক সপ, ক্যানভাস ইন্টারন্যাশনাল লিমিটেড, মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ, লাবিব ফ্যাশন, গার্লস সিকিউরিটি সার্ভিস লিমিটেড।

*মিডিয়া পার্টনার: অনলাইন এডিটর’স কাউন্সিল, দৈনিক ভোরের সময়, NEWSNOW24, PEOPLE NEWS 24, উদ্যোক্তা সমাচার, কুমিল্লার পেপার, দৈনিক খবরের আলো, dailycomillanews, দৈনিক আজকের আলোকিত সকাল, OnNews24।

বক্তব্য রাখছেন সভাপতিসহ প্রধান অতিথি বিশেষ আলোচক এবং বিশেষ অতিথি বৃন্দ

*উক্ত অনুষ্ঠানে দেশের উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন জেলা – উপজেলার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন-
সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী আশরাফ, মো: খালেদ খান পিরোজপুর প্রতিনিধি, মিজানুর রহমান স্বাধীন চিফ ক্রাইম রিপোর্টার, বিশেষ প্রতিনিধি ফরহানা রহমান, বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধি শাকিল আহমেদ, চাঁদপুর প্রতিনিধি মোঃ বাবুল, জিল্লুর রহমান নওগাঁ প্রতিনিধি, শহিদুল ইসলাম মান্দা প্রতিনিধি, শাহ আলম ক্রাইম রিপোর্টার, শামিম মল্লিক ক্রাইম রিপোর্টার তুরাগ, আসাদুর রহমান ক্রাইম রিপোর্টার, ফয়সাল লস্কর নাসিরনগর, সুন্দরগঞ্জ প্রতিনিধি সঞ্জয়, সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ সুমন, মোঃ স্বপন চুনারুঘাট হবিগঞ্জ, মোঃ আব্দুল হান্নান সিলেট ক্রাইম রিপোর্টার, মোঃ শরিফুল ইসলাম বাদশা ফটোসাংবাদিক, মো: সোহেল রানা সিনিয়র স্টাফ রিপোর্টার, ক্রাইম রিপোর্টার রিচার্ড কস্তা, মোহাম্মদ হেলাল কুমিল্লা, মোহাম্মদ শরীফ কুমিল্লা আরো অনেকে।

বর্ষসেরা সাংবাদিকতা সনদ গ্রহণ করছেন অদ্য প্রতিষ্ঠান সাংবাদিকবৃন্দ।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল ওয়াইড ভিশন স্কুল এন্ড কলেজ। পর্যায়ক্রমে একে একে উচ্চকণ্ঠ অনলাইন নিউজ পোর্টালের সকল সাংবাদিকবৃন্দ নিজেদের পরিচয় দেন। তারপর ধারাবাহিকতায় প্রধান অতিতি, প্রধান আলোচক, বিশেষ অতিথি, সম্মানিত উপদেষ্টা মন্ডলী, সম্মানিত আমন্ত্রিত অতিথি একে একে বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে সম্মানিত প্রধান অতিথি প্রধান আলোচক এবং বিশেষ অতিথি বর্ষ সেরা সংবাদ সাংবাদিকদের মাঝে সম্মাননা সনদ তুলে দেন। এই সনদ ৩১ জন সাংবাদিক পেয়েছেন।

বিভিন্ন পর্যায়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন।

তারপর বিভিন্ন পর্যায় সম্মাননা ক্রেস্ট প্রধান অতিথি ও প্রধান আলোচক, বিশেষ অতিথি বৃন্দ দের হাত থেকে সব মোট ২৩ জনকে এ পদক দেয়া হয়।

সমাপনী বক্তব্যের মাধ্যমে উচ্চকণ্ঠের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রধান অতিথি , বিশেষ আলোচক ও বিশেষ অতিথি বৃন্দ কেক কেটে ‘উচ্চকণ্ঠ ‘ সম্পাদক ও প্রকাশক কে খাইয়ে দিচ্ছেন।
উপস্থিত সাংবাদিকবৃন্দ
উপস্থিত এক ঝাঁক তরুণ সাংবাদিক
উপস্থিত সাংবাদিকবৃন্দ