বরগুনার বেতাগীর জনপদ হঠাৎ কুয়াশায় ঢেকে গেছে। গত দু’দিন ধরে দারুণ শীত অনুভব হয়েছে। গতকাল গভীররাত থেকে ঘন কুয়াশা পড়েছে। প্রকৃতি অন্ধকার রূপ ধারণ করে আছে। ঠাণ্ডা বাতাস বইছে। এর মধ্যে কনকনে শীত নেমে এসেছে। রাস্তাঘাটে অতিপ্রয়োজন ছাড়া কাউকে তেমন দেখা যায়নি। কোথাও কোথাও কুয়াশা কেটে গেলেও কনকনে শীত ও বাতাস কমেনি। গতকাল ১২টার পর সূর্যের দেখা মিললেও তাপমাত্রা কম ছিল।

গতকাল সন্ধ্যার পর থেকেই বেতাগী রাস্তাঘাট সর্বত্র ঘন কুয়াশায় ঢেকে গেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই জনপদ কুয়াশার চাঁদরে ঢেকে রয়েছে। ঘন কুয়াশার কারণে সকালে সড়কে তেমন কোনো যানবহন চলাচল করতে দেখা যায়নি। মাঝে মধ্যে দু’-একটার দেখা মিললেও হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। 

বেতাগী পৌর শহরের ৩ নস্বর ওয়ার্ডের  দিনমজুর সমীর চন্দ্র শীল  জানান, কনকনে শীত ও  বাতাসের কারণে আজ কাজে বের হতে পারেননি। 
  
বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে,  আরো দু’-একদিন একই অবস্থা থাকতে পারে। তবে দু’ দিন পর সূর্যের দেখা মিলবে।