পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পাকিস্তানি সেনাবাহিনীর দুই পাইলটসহ কমপক্ষে চার সেনা নিহত হয়েছেন। শনিবার রাতে দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। বিবৃতি অনুসারে, গিলগিত বালতিস্তানের মিনিমার্গ এলাকায় অভিযানের সময় প্রযুক্তিগত কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

তারা জানায়, এ সময় হেলিকপ্টারে থাকা পাইলট – মেজর এম হুসেন এবং কো-পাইলট মেজর আয়াজ হুসেনসহ নায়েক ইনজিমাম আলম এবং সৈনিক মুহাম্মদ ফারুক নিহত হয়েছেন। মিলিটারি হেলিকপ্টারটি সিপাহী আবদুল কাদিরের মৃতদেহ স্কার্দুতে অবস্থিত সম্মিলিত সামরিক হাসপাতালে সরিয়ে নিচ্ছিল।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে উত্তর-পূর্ব পাঞ্জাব প্রদেশে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট মারা গিয়েছিল। এর আগে, ১২ ফেব্রুয়ারি, একটি প্রশিক্ষণ বিমান পেশোয়ার থেকে প্রায় ৬৩ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। তবে পাইলট নিরাপদে বের হতে সক্ষম হন।

সূত্র: আনাদলু এজেন্সি।