রিপোর্টারঃ

এবার হবিগঞ্জ-সিলেট রুটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) বাস চলাচল নিয়ে মাথা ব্যাথা শুরু হয়েছে পরিবহণ মালিক শ্রমিকদের। এই বাস বন্ধের দাবি জানিয়ে তারা কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় ষ্টিয়ারিং কমিটি কোষাধ্যক্ষ আনিছুল হক মানিক বলেন, ‘আমরা সাধারণ পরিবহণ মালিক-শ্রমিক বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। হাইকোর্টের নির্দেশনা অমাণ্য করে সড়কে অবৈধ পরিবহণগুলো চলাচল করছে। বারবার আন্দোলন করে গেলেও প্রশাসন তাদের বিষয়ে কোন ব্যবস্থা না নেয়া আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। এখন আবার হবিগঞ্জ-সিলেট, সিলেট-মৌলভীবাজার রুটে বিআরটিসি বাস চলাচল শুরু করছে। এতে আমরা আরও ক্ষতিগ্রস্থ হব।’ তিনি বলেন, ‘আমাদের দাবি এই দুই রুটে বিআরটিসি বাস চলাচল শুরু করার আগেই বন্ধ ঘোষণা করা হোক। অন্যথায় আমরা বৃহত আন্দোলনের ডক দেব।