অস্কারজয়ী সংগীততারকা এ আর রহমান এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর মা-ই ছিলেন প্রথম ব্যক্তি, যিনি অনুধাবন করেছিলেন তাঁর সন্তান সংগীতজগতে অনেক উঁচুতে উঠবে।
সেই মাকে হারিয়ে ফেললেন তিনি চিরতরে। এ আর রহমানের মা করীমা বেগম মারা গেছেন। ভারতীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে কখন, কিভাবে করীমা বেগমের মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। বার্ধক্যজনিত কারণেই শেষ পর্যন্ত ২০২০ সালের শেষে নিজের মাকে এ আর রহমান হারিয়ে ফেললেন বলে মনে করছেন সুরকারের গুণমুগ্ধরা।
টাইমস অব ইন্ডিয়া বলছে, এ আর রহমান আজ ২৮ ডিসেম্বর তাঁর মায়ের একটি ছবি পোস্ট করেছেন এবং তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। সম্প্রতি শারীরিকভাবে অসুস্থ ছিলেন তাঁর মা।
চলতি বছর করোনায়ও আক্রান্ত হয়েছিলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ এ আর রহমানের মা।
এ আর রহমান এক সাক্ষাৎকারে তাঁর মাকে নিয়ে বলেছিলেন, ‘সংগীত ছিল আমার মায়ের খুব প্রিয়। সহজাত প্রবৃত্তিতে তিনি সংগীতকে হৃদয়ে ধারণ করেছিলেন। যেভাবে তিনি চিন্তা করেন এবং সিদ্ধান্ত নেন, তাতে স্পষ্ট যে তিনি আমার চেয়ে আধ্যাত্মিকভাবে অনেক উঁচুতে।’