বোলাররা নির্দিষ্ট লাইনের বাইরে পা দিলো কিনা বা ওভার স্টেপ করছে কিনা তাতে চোখ রাখেন থার্ড আম্পয়ার। পরে তিনি সেটা জানিয়ে দেন ফিল্ড আম্পায়ারকে। তবে এখন থেকে নো বল পুংখানুপুঙ্খভাবে যাচাই করতে প্রযুক্তি ব্যবহারের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
লন্ডনে চলা বোর্ড সভা শেষে নো বল (ওভারস্টেপিং) প্রযুক্তি ব্যবহারের অনুমোদন দেয় আইসিসি।
বৈঠকে নো বল প্রযুক্তি অনুমোদন দেওয়ার ব্যাপারে আইসিসিকে অনুরোধ জানায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)। আইসিসিও রাজি হয়েছে তাতে।
এর আগে অত্যধিক খরচের কারণে ২০১৭ সালের পর নো বল প্রযুক্তি বন্ধ করে দেয় আইসিসি। এই প্রযুক্তি ব্যবহারের ফলে একদিনে খরচ পড়তো দশ হাজার ডলার। অথচ পুরো ম্যাচে ডেলিভারির মাত্র ০.৫ শতাংশ নো বলের সম্ভাবনা থাকে। যার কারণে এত খরুচে প্রযুক্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় আইসিসি।