সানাউল্লাহ, দোহা(কাতার)প্রতিনিধি।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি বলেছেন, ইরান ও তুরস্কের সঙ্গে দোহার সম্পর্কে কোনও পরিবর্তন আসবে না। সৌদি আরবের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের ওপর যে অবরোধ দিয়েছিল, তা উঠে যাওয়ার পর এমন মন্তব্য করলেন তিনি।

২০১৭ সালে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। কাতার সন্ত্রাসবাদে মদত দিচ্ছে এমন অভিযোগ তুলে বাণিজ্যিক ও ভ্রমণ নিষেধাজ্ঞায় দেয় দেশ চারটি।শুধু তাই নয়, দেশ চারটি অবস্থানরত সব কাতারি নাগরিকদের বের করে তারা। এসময় ১৩ দফা দাবিও পেশ করে দেশ চারটি। এর মধ্যে রয়েছে- আল জাজিরা নিউজ নেটওয়ার্ক বন্ধ, কাতারে তুরস্কের সামরিক উপস্থিতির সমাপ্তি এবং ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন। তবে দোহা এসব দাবি মেনে নেয়নি।