আফ্রিকার দেশ উগান্ডায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট চলছে। এক কোটি ৮০ লাখের বেশি ভোটার আজ ভোট দিচ্ছেন। উগান্ডার নির্বাচনে প্রেসিডেন্ট ইয়োবেরি মুসেভেনির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন পপ গায়ক ববি ওয়াইন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে বলেছে, কয়েক বছর ধরে উগান্ডায় গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য লড়ছেন ববি ওয়াইন। তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন ৩৮ বছর বয়সী এই পপ গায়ক।

জানা গেছে, গ্রাম ও শহরের সুবিধাবঞ্চিত এলাকায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। ৩৩ বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকা ইয়োবেরি মুসেভেনি ছয়বারের মতো নির্বাচন করছেন। 

অভিযোগ উঠেছে, নির্বাচনে ববি ওয়াইনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট। হামলা-মামলা মোকাবেলা করে ববি ওয়াইন আজ নির্বাচনে অংশ নিচ্ছেন।

সূত্র : আল-জাজিরা।