শহিদুল ইসলাম শহিদ: নওগাঁ, মান্দা প্রতিনিধি

নওগাঁ মান্দায় মৈনন ইউনিয়নে দুর্গাপুর সোনাপাড়া গ্রামে পিতা মৃত আশরাফ আলী মন্ডল (আস্তুল সোনার) এর ছেলে মোহাম্মদ কাফি মন্ডল জমিজমা সংক্রান্ত বিষয়ে কোটের ডিগ্রী পাওয়ায় কিছু কুচক্রী মহল তার বিরুদ্ধে নানা রকম অপপ্রচার করেন। গত নভেম্বরে ১৭ থেকে ২০ তারিখের মধ্যে নওগাঁ কোর্ট চত্বরে কুচক্রী মহলের কিছু সদস্য তাকে জোরপূর্বক মানহানি করার জন্য তার বুকের সামনে কম্পিউটারে ছাপানো একটি বাক্য সেখানে লেখা ছিল , ”আমি দালাল ”এই অপপ্রচারের মাধ্যমে তার মানহানি চেষ্টা করছিল।” আমি দালাল ”এই কথাটি লিখে জোরপূর্বক তার ছবি উঠানোর পর সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচারের চেষ্টা করেন। মোহাম্মদ কাফি মন্ডলের স্থানীয় এলাকার সতিহাট নামক একটি বাজারে তার চলাচল অনবরত সেখানে কুচক্রী মহলের কিছু সদস্য রাতের অন্ধকারে দেয়ালে “আমি দালাল” এই ছবিটি লাগাচ্ছে।

ভুক্তভোগী মোঃ কাফি মন্ডল বলেন, আমার বিরুদ্ধে যে সকল কুচক্রী মহল অপপ্রচার করে আমার মানহানির করার চেষ্টা করছে আমি তাদের বিরুদ্ধে থানায় জিডি করব। তিনি জানান জিডি করার প্রস্তুতি চলছে।