ইরানের সঙ্গে নতুন একটি চুক্তি করা কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছরের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে অসংখ্যবার আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে তেহরানের নেতিবাচক জবাব পাওয়ার পর ট্রাম্প এ মন্তব্য করলেন।

সোমবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা সম্পর্কে ট্রাম্প বলেন, ইরানিরা আমাদের সঙ্গে অসম্মানজনক আচরণ করছেন। এ অবস্থায় তাদের সঙ্গে কোনও সমঝোতায় যাওয়া আমার জন্য কঠিন হয়ে পড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের ব্যাপারে সবচেয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্যও ওয়াশিংটনের প্রস্তুতি রয়েছে।

এর আগে, গতকাল সোমবার ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের গুপ্তচরবিরোধী দফতরের পরিচালক এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, সিআইএ’র হয়ে কাজ করা ১৭ জন পেশাদার গুপ্তচরকে গত ১৮ জুন আটক করা হয়েছে। তিনি জানান, এসব গুপ্তচর সরকারের বিভিন্ন সংস্থা ও বেসরকারি সেক্টরে কর্মরত ছিল যাদের সঙ্গে কয়েকটি কেন্দ্রের যোগাযোগ রয়েছে। এসব কেন্দ্র তাদের জন্য ঠিকাদার হিসেবে কাজ করে। দেশের অর্থনৈতিক, পরমাণু, সামরিক ও সাইবার প্রতিষ্ঠানের ভেতরে এসব কেন্দ্রের অস্তিত্ব বিদ্যমান।