মোঃ রোমান- ফরিদপুর প্রতিনিধি

গত ৩০শে জানুয়ারী রোজ শনিবার ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন শরীফাবাদ হাইস্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণীর কর্মচারী (অফিস সহাকারী) জনাব, মোঃ রাসেল মীরের উপর হত্যার উদ্দেশ্যে অনাকাঙ্ক্ষিত হামলা চালায় পাশের বিবিরকান্দা গ্রামের সন্ত্রাসী দল।

এসময় মোঃ রাসেল মীরের মাথায় জোড়ালো আঘাতের কারনে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে,

পরর্বতীতে তাকে এলাকাবাসী উদ্ধার করে গুরুতর অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান।

এলাকাবাসী জানান ঘটনার দিন সকাল থেকেই শরীফাবাদ হাই স্কুল এন্ড কলেজ এর চলমান সেনেটারি কাজ এবং বিদ্যালয়ের পরিস্কার পরিচ্ছন্ন করন কাজে মোঃ রাসেল মীর কর্মরত ছিলো,

সন্ধার আগে হটাৎ করেই তারা বিদ্যালয়ের ভিতর চিৎকার শুনতে পায়, তারা ঘটনা স্থলে গিয়ে দেখে মোঃ রাসেল মীর বিদ্যালয়ের বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, এবং এলাকাবাসী উপস্থিত হয়ার আগেই সন্ত্রাসীরা বিদ্যালয়ের বাউন্ডারির উপর দিয়ে লাফিয়ে পালিয়ে যায়,

বিশেষ সুত্রে জানা যায় দীর্ঘদিন যাবৎ স্কুল বন্ধ থাকায় স্কুল এরিয়ার ভেতর নেশা এবং অনৈতিক কাজে লিপ্ত ছিলো এসব সন্ত্রাসী বাহিনী, ঘটনার দিন তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী মোঃ রাসেল মীরের উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

এই বেপারে মোঃ রাসেল মীর বলেন
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, সরকারি মধ্যমিক শাখা এর অফিস আদেশ “কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুকরণের লক্ষ্যে প্রাক প্রস্তুতি গ্রহন, জাহার স্মারক নং- ৩৭.০২.০০০০.১০৬.২৭.০০১.২০.১০৭
অনুযায়ী আমি আমার কর্মস্থল শরীফাবাদ হাই স্কুল এন্ড কলেজ এর পরিস্কার পরিচ্ছন্ন এবং সেনেটারি কাজে ডিউটিরত ছিলাম, এমতাবস্থায় সন্ধার আগে হটাৎ করে আমার পিছ দিয়ে এসে একদল সন্ত্রাসী হামলা চালায়, আমার মাথায় জোড়ালো আঘাত করে এবং অনাকাঙ্ক্ষিত হামলা চালিয়ে তারা পালিয়ে যায়। এই বেপারে ভাঙ্গা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে, আজ ভাঙ্গা থানার পুলিশের পক্ষ থেকে এই ঘটনার তদন্ত করা হয়েছে,

মোবাইলে যোগাযোগ করলে ভাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব, বিকাশ মন্ডল বলেন, তদন্তের ভিত্ততে আমারা সর্বোচ্চ আইনি সহায়তা প্রদান করবো, এবং যত দ্রুত সম্ভব দোষিদের আইনের আওতায় আনা হবে,

এই বেপারে মুঠোফোনে শরীফাবাদ হাই স্কুল এন্ড কলেজ এর সভাপতি জনাব, মতিউর রহমান বলেন বিস্ব্যস্থ সুত্রে অবহিত হয়েছি যে, পারিবারিক শত্রুতার সূত্রপাত ধরেই এই অনাকাঙ্ক্ষিত হামলা চালানো হয়,
এই ঘটনার আমরা আমাদের পক্ষথেকে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহন করবো,

এ বিষয়ে শরীফাবাদ হাই স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক জনাব, সাখাওয়াত হোসেন মুঠোফোনে বলেন, আমি এব্যাপারে বিস্ব্যস্থ সুত্রে অবহিত হয়েছি যে, পারিবারিক শত্রুতার সূত্রপাত ধরেই এই অনাকাঙ্ক্ষিত হামলা চালানো হয়, তবে বিদ্যালয়ের ডিউটি অবস্থায় থাকা একজন কর্মচারীর উপর হামলা করা আইনত দণ্ডনীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং শিক্ষার্থীদের জম্য হুমকি শরুপ, আমি এই ঘটনার তৃব্য নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আমারা স্কুলের পক্ষ থেকে সর্বোচ্চ আইনগত সহয়তা গ্রহয় করবো।