স্বপন আহাম্মেদ, চুনারুঘাটঃ

হবিগঞ্জের বানিয়াচংয়ে করোনা ভাইরাস প্রতিরোধে জনসন্মুখে প্রথম টীকা নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান।
এ সময় চিকিৎসক হাসপাতালের ক্লার্ক সহ ৮ জন টীকা নিয়েছেন।
এ উপলক্ষ্যে ৭ফেব্রুয়ারী রবিবার সকাল ১১টায় বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
বানিয়াচং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা আক্তারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিঠির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,হাসিনা আক্তার,ডাঃ জিএম ইশতিয়াক আহমেদ,ডাঃ রাজীব রায় প্রমূখ।
বানিয়াচং স্বাস্থ্যকমপ্লেক্স সূত্রে জানা যায়,গতকাল রবিবার বিকেল ৩টা পর্যন্ত ৩৮৬ জন টীকা নেওয়ার জন্য রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন।
বানিয়াচং স্বাস্থ্যকমপ্লেক্সে কোভিড-১৯য়ের প্রতিষেধক টীকা এসেছে ১১৪৬ ভায়াল। ডোজ হিসেবে যা ১১হাজার ৪শত ৬০ ডোজ।
এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা আক্তার বলেন, পর্যায়ক্রমে করোনা ভাইরাসের টীকা আরও আসবে।