মোঃ রোমান- ফরিদপুর প্রতিনিধি

বাংলাদেশের বিভিন্ন জেলার ন্যায় ফরিদপুরেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে করোনা ভ্যাকসিন প্রদান।আজ সকাল ১১টায় ফরিদপুর জেনারেল হাসপাতালের করোনা টিকা কেন্দ্রে এ টিকা প্রদানের আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করা হয়।

করোনা টিকা প্রদান উদ্ভোধন করেন ফরিদপুর করোনা প্রতিরোধ কমিটির সভপতি ও জেলা প্রশাসক অতুল সরকার। সিভিল সার্জন মো.সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান শামছুল হক ভোলা মাষ্টার, পৌর মেয়র অমিতাব বোস, জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্রসাহাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

পরে ফরিদপুর জেনারেল হাসপাতালেন স্টাফ নার্স ফাতেমা আক্তাকে করোনা টিকা প্রদানের মাধ্যমে টিকা কার্যক্রম উদ্ভোধন করা হয়। এসময় ফরিদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন ও বিএমএর সভাপতি, সাংবদিক সহ ফ্রন্টলাইন যোদ্ধাদের টিকা প্রদান করা হয়।

এ টিকা কার্যক্রম জেলার জেনারেল হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ হাসপাতালে সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত রেজিষ্ট্রেশনের মাধ্যমে সকলকে প্রদান করা হবে।