মোঃ মনির হোসেন, বাহরাইন প্রতিনিধি

০৯ই মার্চ ২০২১ বুধবার, মান্যবর রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম বাহরাইন চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান জনাব সামির নাস-এর সাথে দু’দেশের সম্ভাব্য ব্যবসায়ের সুযোগ ও সম্ভাবনা নিয়ে এক আলোচনা বৈঠকে মিলিত হন। এসময়ে আর্থিক ও অর্থনৈতিক বিষয়ক কমিটির সভাপতি এবং এশীয় সংসদীয় পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আহমেদ সাবাহ সালমান আল-সাল্লুম, বাহরাইন চেম্বার অফ কমার্স (বিসিসিআই)-এর ফার্স্ট ভাইস চেয়ারম্যান জনাব খালিদ মোহাম্মদ নাজিবি, উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আবদুল্লাহ বদর আল সাদা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান মিস. ওয়াফা এ আজিজ আলী বৈঠকে উপস্থিত ছিলেন।

মান্যবর রাষ্ট্রদূত ফার্মাসিউটিক্যালস, কৃষি, আইসিটি, সৌর বিদ্যুৎ, অ্যাকুয়াকালচার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের রপ্তানি শক্তির সম্ভাবনার বিষয়ে চেয়ারম্যানকে অবহিত করলে তিনি তাতে নিবিড় আগ্রহ প্রকাশ করেন। তারা দু’দেশের দুটি চেম্বার অফ কমার্স সংস্থার মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করা ও ব্যবসায়ী প্রতিনিধিদের বিনিময় সফর-এর বিষয়েও আলোচনা করেন।