সানাউল্লাহ, দোহা(কাতার)প্রতিনিধি।
বাংলাদেশ থেকে যারা কাতার এয়ারওয়েজে ভ্রমণ করছেন, তাদের করোনা নেগেটিভ সনদ লাগবে না। ফলে দেশে করোনা টেস্টের নামে দীর্ঘ ভোগান্তির কবল থেকে মুক্তি পেল বাংলাদেশি যাত্রীরা। ১৬ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে কাতার এয়ারওয়েজ।
এমনকি কাতার এয়ারওয়েজের মাধ্যমে যারা কাতারে আসবেন, তাদেরও এই নেগেটিভ সনদ সাথে আনা লাগবে না। তবে কোনো দেশ যদি প্রবেশের জন্য করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করে, সেক্ষেত্রে সেটি ভিন্ন বিষয় হিসেবে বিবেচিত হবে।
তবে বাংলাদেশসহ আরও ১৩টি দেশের নাম রয়েছে এই তালিকায়। অন্যান্য দেশগুলো হলো, আর্মেনিয়া, ব্রাজিল, ভারত, ইরান, ইরাক, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, রাশিয়া, শ্রীলঙ্কা ও তানজানিয়া।