প্রথম দুই ম্যাচে হেরে নিউজিল্যান্ডের কাছে ইতোমধ্যে সিরিজ খুইয়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট দল। তৃতীয় ও শেষ ওয়ানডেটি তাই শুধু আনুষ্ঠানিকতা। সেই ম্যাচটি খেলতে ক্রাইস্টচার্চ থেকে ওয়েলিংটনে পৌঁছেছে তামিমবাহিনী।
আনুষ্ঠানিকতার ম্যাচ হলেও টাইগারদের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণও। হোয়াইটওয়াশ এড়াতে হলে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশের। ক্রাইস্টচার্চ থেকে বিমানে চড়ে মঙ্গলবার নিউজিল্যান্ড সময় বিকেলের দিকে ওয়েলিংটনে পৌঁছেছে বাংলাদেশ দল।
ডানেডিনে প্রথম ওয়ানডেতে মাত্র ১৩১ রানে গুটিয়ে গিয়ে ৮ উইকেটে হারলেও দ্বিতীয়টিতে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল তামিমবাহিনী। কিউই বোলিং আক্রমণ সামলে ৬ উইকেটে ২৭১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় তামিমের দল। ১০ বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচটি জিতেছে নিউজিল্যান্ড। কিন্তু একটা সময় ভীষণ চাপে ছিল কিউইরা। বাংলাদেশি ফিল্ডাররা বেশ কয়েকটি ক্যাচ না ফেললে ম্যাচের ফল ভিন্ন হতে পারতো।